আগামী বিধানসভা নির্বাচনে পাহাড়ের ১১টি জনজাতীর স্বীকৃতির দাবিতে পাহাড়ের পাঁচটি দল একত্রিত হয় বিজেপিকে সমর্থন জানাবে!আজ কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে দেখা করে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনই মন্তব্য করলেন গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চার সভাপতি দাওয়া পাখরিন।
জানা গিয়েছে,দীর্ঘদিন ধরে পাহাড়ের ১১টি জনজাতি তাদের স্বীকৃতির দাবি জানিয়ে কোনো স্বীকৃতি না পাওয়ায় পাহাড়ের পাঁচটি রাজনৈতিকদল(GNLF,ABGL,GRNM,CPRM ও SMPM)১১টি জন জাতীর দাবি পূরনের উদ্দেশ্যে গত রবিবার অর্থাৎ ২০তারিখ দিল্লীর উদ্দেশ্যে রওনা হন।এরপরই দিল্লী থেকে ফিরে বাগডোগরা বিমান বন্দরে এই পাঁচটি দলের প্রতিনিধিরা জানান,বিজেপি ভোটের আগে বলে ছিল তারা পাহাড়ের রাজনৈতিক সমাধান করবেন এবং ১১টি জনজাতির স্বীকৃতি দেবেন।এবারের বৈঠকে সেই বিষয় গুলি নিয়েই মূলত আলোচনা হয়েছে।
এছাড়াও এদিন দাওয়া পাখরিন-কে আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ে কাকে সমর্থন করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,বিমল ,বিনয় ও অনিত সকলেই তৃণমূলকে সমর্থন করেছে,তবে আমাদের লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের দিকে,তাই আগামী বিধানসভা নির্বাচনে হয়ত বিজেপিকে সমর্থন জানাবো আমরা।তবে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও ১১টি জনজাতিকে স্বীকৃতি প্রদান যে তাদের প্রধান দাবী সে বিষয়ে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন।









































