স্বর্গীয় দুই অফিস কর্মীর নামে স্কুল কক্ষ।

ইহলোক থেকে পরলোক গমন করলেও থেকে যায় মানুষের কিছু স্মৃতি। ইহলোকে ভালো কাজ করে পরলোকে গমন করলেও ইহলোকে তাঁর স্মৃতি জীবন্ত থেকে যায়। মানুষের মনে সে অমর হয়ে থাকে তাঁর ভালো কাজের দ্বারা।

আজ শহর শিলিগুড়ির ৩৯ নাম্বার ওয়ার্ড স্থিত হায়দারপাড়া বুদ্ধ ভারতি উচ্চতর বিদ্যালয়ের এমনই দুইজন অফিস কর্মীর স্মরণে আজ ৯ জুলাই অফিসের কার্যালয় ভবনের নামকরণ করা হলো তাঁদের নামে । স্কুলের অফিস কর্মী স্বর্গীয় জয়ন্ত কুমার বোস এবং স্বর্গীয় অমল কুমার দত্তের স্মৃতিতে স্কুলের ঘরের দেওয়ালে তাদের নামের ফলক তৈরি করে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয় ভবনের উদ্ভোদন করা হয় বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী স্বপনেন্দু নন্দী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, অশিক্ষক কর্মী, প্রাক্তন শিক্ষক এবং স্বর্গীয় দুজন অফিস কর্মীর পরিবারের লোকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here