সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে আটক হলেন শিলিগুড়ির ২ যুবক। জানা গিয়েছে সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতার ২ অভিযুক্তের নাম সায়ন্তন সাহা, ওরফে গুড্ডু (বয়স – ৩০) এবং রবিন সাহা, ওরফে বাবু (বয়স – ২০)। সায়ন্তন প্রধান নগর নিবাসী তো রবিন পূর্ব চয়ন পাড়া নিবাসী অর্থাৎ দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। আটক দুজনকেই আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
জানা গিয়েছে, সেবক রোডে একটি সংস্থার অফিসে গিয়ে প্রায় ৪৫ লক্ষ টাকার দাবি করেছিলো অভিযুক্তরা। এরপর সাড়ে ৩ লক্ষ টাকায় একটি রফা হয়। এরপরেও তৎক্ষণাৎ কিছু টাকা দিতেই হবে বলে চাপ দেয় অভিযুক্তেরা। এরপরই টাকা দেওয়ার নামে পুলিশ ডেকে সংস্থার কর্তারা দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভক্তিনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। সংস্থার অভিযোগ ধৃত ২ জন ছাড়াও বাপ্পা রায়, প্রীতম ও মান্তু নামে আরও কয়েকজন জড়িত, যাদের খোঁজ করছে পুলিশ।









































