নকশালবাড়ি, শিলিগুড়ি: ফের মাদক কারবার রুখল নকশালবাড়ি থানার পুলিশ। এদিন শান্তিনগর এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুদীপ রায় (২৯), সে নকশালবাড়ি শান্তিনগরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনগর এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। সেই সময় ব্রাউন সুগার নিয়ে নিজ বাড়িতে ঢোকার চেষ্টা করছিল সুদীপ। তাকে ঘরের সামনেই আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার বাইক থেকে উদ্ধার হয় ৯০ গ্রাম ব্রাউন সুগার।
ঘটনার পরেই মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে সুদীপকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সুদীপের সঙ্গে সম্প্রতি টুকরিয়া মোড় থেকে গ্রেফতার হওয়া তিন মাদক কারবারীর সরাসরি যোগাযোগ ছিল। এই মাদক কোথা থেকে এলো? এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে? সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। নকশালবাড়ি থানার তৎপরতায় ফের একবার এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে কড়া বার্তা গেল বলে মনে করছেন স্থানীয়রা।