শিলিগুড়ি নিষিদ্ধ পল্লী এলাকার বাচ্চাদের ক্যারাটে প্রশিক্ষণ দিতে এগিয়ে এল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিম ও দুর্বার সমিতি।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি নিষিদ্ধ পল্লী এলাকায় দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিব হাজরার উপস্থিতিতে ওই এলাকার বাচ্চাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত প্রশিক্ষকরা বাচ্চাদের ক্যারাটে প্রশিক্ষণ দেন। মূলত, আজ থেকে প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার করে এই প্রশিক্ষণ শিবির চলবে।
এ বিষয়ে ইউনিক ফাউন্ডেশনে তরফে জানানো হয় ক্যারাটে এবং মার্শালাট প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরী বিশেষত আজকের দিনে দাঁড়িয়ে নিজের আত্মরক্ষার জন্য প্রত্যেক শিশুর এবং মেয়েদের ক্যারাটে শেখা প্রয়োজন আর সেই কারণেই এদিনের এই শিবির বলে জানান তারা।