এবার কোভিড টিকাকরণের দ্বিতীয় দফায় পঞ্চাশোর্ধদেরই টিকা দেওয়ার কথাই ভেবেছে কেন্দ্র সরকার। মোটামুটি ২৭ কোটি নাগরিক পরের টিকা পেতে পারেন। কিন্তু সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, খবর সরকার সূত্রে।
জানা গিয়েছে, মার্চের শুরুর দিকেই দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হতে পারে বলে জানা গেছে। তবে এই পর্বে ষাটোর্ধ ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন সূত্র। নামে প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিকের বক্তব্য, ‘যাঁরা টিকা পাবেন, তাঁদের দু’টি গোষ্ঠীতে ভাগ করা হবে। কারা বিনামূল্যে পাবেন আর কাদের টাকা দিয়ে টিকা কিনতে হবে, তা নিয়ে এখনও ভাবনা চিন্তা করছে সরকার। টিকাকরণ শুরু হলে রেজিস্ট্রেশনের সময়েই তা জানিয়ে দেওয়া হবে। তবে একটি বাড়তি সুবিধাও রাখা হতে পারে। নিজের নির্বাচনী কেন্দ্রের বাইরে অন্য রাজ্যে গিয়েও টিকা নেওয়া যাবে।’
সূত্র মারফত খবর, কো–উইন অ্যাপে গিয়ে নাম নথিভুক্ত করার সময়ে ভোটার এবং আধার কার্ডের তথ্য দিতে হবে। ওই অ্যাপই দেখিয়ে দেবে, কোথায় কোথায় টিকা দেওয়া হচ্ছে। সেখান থেকে পছন্দমতো জায়গা এবং সময় বেছে তখনই জানিয়ে দিতে হবে।’