প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের প্রচারে আরও অন্তত ১৯টি সভা করবেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে। আপাতত তিনটি সভার কর্মসূচী চূড়ান্ত হয়েছে। এগুলি হল আগামী ১৮ই মার্চ পুরুলিয়া, ২১ শে বাঁকুড়া এবং ২৪ শে মার্চ কাঁথিতে।
এছাড়া রাজ্য বিজেপি, আগামী ২০শে মার্চ খড়গপুরেও প্রধানমন্ত্রী একটি সভা করতে চেয়েছে। পয়লা এপ্রিল থেকে ২৩ শে এপ্রিলের মধ্যে ১০ দিনে মুথুরাপুর, উলুবেড়িয়া, আরামবাগ, বর্ধমান, বারাসাত, কৃষ্ণনগর, গঙ্গারামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, মালদা ও দক্ষিণ কলকাতায় একটি করে সভা করার জন্য রাজ্য বিজেপি, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। তবে এই সভাগুলির কর্মসূচী এখনও অনুমোদিত হয়নি।











































