জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী ঘোষণা হতেই ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা!

জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্বাচিত হলেন আইনজীবী সৌজিত সিনহ। প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা কর্মীরা।বিজেপি কার্যালয়ে ব‍্যাপক ভাঙচুর করেন তারা।

তাদের অভিযোগ,পুরনো বিজেপি নেতা কর্মীদের প্রার্থী না করে নতুন একজন‌কে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকা। পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি নেতা কানন রায় অভিযোগ করে বলেন, পুরনো বিজেপি নেতা কর্মীদের প্রার্থী না করে নতুন একজন‌কে প্রার্থী করা হয়েছে। এমনটা কিছুতেই মেনে নেবেন না তারা।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনা‌স্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে আসে দমকলের দুইটি ইঞ্জিন। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় বাসিন্দা‌রা‌ই আগুন আয়ত্বে আনার চেষ্টা করে‌ন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here