রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন, মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে প্রশাসক পদে নিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের আপাতত সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব এবং নগরোন্নয়ন ও কর্মীবর্গ দপ্তরের প্রধান সচিবদের নিয়ে গঠিত কমিটি, ঐ পুরসভাগুলিতে প্রশাসকমন্ডলীর প্রধান পদে সরকারি আধিকারিকদের নিয়োগ করবে।
জানা গিয়েছে, এ ব্যাপারে সোমবার সকাল দশটার মধ্যে কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছ্বতা এবং নিরপেক্ষতা নিয়ে ভোটারদের মনে যাতে প্রশ্ন না ওঠে এবং নির্বাচনে সব পক্ষকে সমান সুযোগ দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
এর পাশাপাশি, রাজ্যের পুরসভাগুলির গৃহীত সিদ্ধান্ত যাতে কোনোভাবেই সব পক্ষের সমান সুযোগের বিষয়টিকে বিঘ্নিত না করে, তা মুখ্যসচিবকে সুনিশ্চিত করতে বলা হয়েছে।