কোচবিহারে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে অবস্থান বিক্ষোভে শামিল হল শিখা চ্যাটার্জী।

কোচবিহারের দিনহাটায় বিজেপির দলীয়কর্মীর মৃত্যুর ঘটনা রহস্যজনক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিজেপি।

জানা গিয়েছে,বিজেপি কর্মী অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই বিজেপি অভিযোগ তুলেছে ঘটনার জন্য দায়ী তৃনমুল কংগ্রেস।ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল।উল্টো তারাই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেছে।তবে বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ বিজেপি।কোচবিহারের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মী অমিত সরকারের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আন্দোলনে নেমেছে বিজেপি।

এদিন শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করল বিজেপি।ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী এই অবস্থান বিক্ষোভে সামিল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here