জলপাইগুড়ির ২৪ ও ২৫ নং ওয়ার্ডে প্রচার চালালেন বাম-কংগ্রেস প্রার্থী ডক্টর সুখবিলাস বর্মা।

মঙ্গলবার দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বাম-কংগ্রেস প্রার্থী ডঃ সুখবিলাস বর্মা।

জানা গিয়েছে, এদিন সকালে জলপাইগুড়ি পুরসভা এলাকার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে জোরদার প্রচার চালান তিনি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস বাম সংগঠনের বিভিন্ন নেতারা। মিছিলে অংশ নেন কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, অম্লান মুনসি, ডিওয়াইএফ‌আই নেতা দীপশুভ্র সান‍্যাল প্রমুখ। সকলের কাছে হাত জোড় করে ভোট ভিক্ষা করেন প্রার্থী সুখবিলাস বর্মা। জলপাইগুড়ি সদর বিধান‌সভা কেন্দ্রের গত দু’বারের বিধায়ক তিনি।

এদিন সুখবিলাস বর্মা বলেন, আগামী ১৫ দিন ধরে শহরের প্রতিটি ওয়ার্ডে‌র পাশাপাশি গ্রামে-গঞ্জে সর্বত্র জোরদার প্রচার চালাবেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here