পবিত্র ঈদ উৎসব সাড়ম্বরে পালিত হল সারা দুর্গাপুর জুড়ে। নইমনগর এলাকার মসজিদে করোনা বিধি মেনেই পালিত হল ঈদ।
মসজিদের ইমাম জানান, মসজিদে নামাজ পড়তে অন্যবারে বহু মানুষের সমাগম হয়, কিন্তু গত বছর থেকে করোনার জন্য তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এই বছরও করোনা কথা মাথায় রেখেই খুব কমসংখ্যক মানুষ এসে নামাজ পড়েছেন।
পাশাপাশি করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কোলাকুলি সাথে হাত মেলানো কিছুই করেননি বলেও জানান মসজিদের ইমাম সাহেব। সামাজিক দূরত্ব বজায় রেখেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন একে অপরকে।











































