মাটিগাড়া যীশু আশ্রমে মহিলা ও শিশুদের জন্য চালু হলো কোভিড সেফ হোম।
জানা গিয়েছে, ৩০টি বেড নিয়ে এদিন এই সেফ হোমের উদ্বোধন করা হয়। মূলত করোনার দ্বিতীয়ত ঢেউয়ের কথা মাথায় রেখে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এই সেফহোম খোলা হল, সেখানে শিশু ও মায়েদের থাকার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি থাকছে অক্সিজেন কনসেনট্রেটারও।
এদিন জেলা প্রশাসন এবং সিনির উদ্যোগে ও যিশু আশ্রম সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই সেফ হোমটি খোলা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবলম, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকেরা।