“অপ্রাসঙ্গিক কথা না বলে নিজের সংগঠন ঠিক করুক!” দিলীপ ঘোষের ভ্যাকসিন নিয়ে ওঠানো অভিযোগের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করলেন গৌতম দেব!

তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে সোমবার শিলিগুড়িতে এসে বিজেপির দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ভ্যাকসিন দিয়ে একাধিক জালিয়াতি প্রশ্ন তোলেন এরপর তার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করলেন তৃণমূল নেতা গৌতম দেব। তিনি বলেন, দিলীপ ঘোষ তৃণমূলের লক্ষ্মী, কারণ অপ্রাসঙ্গিক ভুল তথ্য বলার জন্য দিলীপ ঘোষ প্রশিদ্ধ।

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক থেকে দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দিলেও রাজ্য ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে।টাকা দিয়ে মানুষকে ভ্যাকসিন নিতে হচ্ছে।রাজ্যে ভ্যাকসিন নিয়ে সিণ্ডিকেট চলছে।কাটমানি পাওয়া যাচ্ছে।সেই কাটমানি কলকাতা থেকে শিলিগুড়ি কোথাও বন্ধ নেই। এরপরেই এই প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ তৃণমূল নেতা গৌতম দেবের। কোনো সরকারি জায়গাতে অর্থমূল্যের ব্যবস্থাপনায় টিকাকরণ হচ্ছে না। অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দিলীপ ঘোষ প্রসিদ্ধ বলে তাকে কটাক্ষ করেন তিনি।

এরপাশাপাশি তিনি আরো বলেন, দিলীপ ঘোষ এই সমস্ত বিষয়ে মন্তব্য না করে নিজের সংগঠনকে ঠিক করুক।এরপর লোকসভায় ১৮ থেকে একটি ও থাকবে কিনা সন্দেহ রয়েছে বলে কটাক্ষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here