শিলিগুড়ি: নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব দিনের পর দিন বাড়ছে।
কিছুদিন আগে হাতির মুখে পড়ে জখম হয়েছেন দুজন। হাতির উপদ্রব এলাকায় পরিদর্শনে গিয়ে সার্চ লাইন বিতরণের আশ্বাস দেওয়ার পর আজ উপদ্রুত এলাকায় সার্চ লাইট বিতরণ করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এদিনের এই কর্মসূচিতে সভাধিপতি সহ উপস্থিত ছিলেন মনিরামের প্রধান গৌতম ঘোষ, টুকরিয়াঝাড় রেঞ্জার প্রোমিত লাল, মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা।