সম্প্রতি শিলিগুড়ির বর্ষিয়ান বাম নেতা অনিল সাহার প্রয়ান ঘটে। সেই মর্মে আজ শিলিগুড়ি পুরনিগম স্থিত হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে প্রয়াত কমরেড অনিল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্বরন সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র, শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক মন্ডলীর প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, জেলা বামফ্রন্ট আহবায়ক জীবেশ সরকার সহ একাধিক বামপন্থী নেতা-নেত্রী এবং কর্মীগন।