দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে এদিন নিশীথ প্রামানিক বলেন মানুষ কখনো এইধরনের রাজনীতি আশা করেনি। বাংলার সাধারণ মানুষদের কাছে এটি দুঃখজনক বিষয়। তৃণমূল কিছু ইস্যু না পেয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে। যা গোটা দেশে প্রথম। এজন্য দপ্তর ঘেরাও করতে পারত। এককথায় পিসি ভাইপোর রাজনীতি চলছে। তবে এই বিষয় সংসদে তুলে ধরার বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে কি হবে। ব্যক্তিগত ভাবে এই ঘটনাটি দুঃখজনক। যা ঐতিহ্যশালী বাংলার গরিমা ও ইতিহাসের পরিপন্থী।
তিনি আরও বলেন, আগামীকাল কোচবিহার বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হচ্ছে। প্রধানমন্ত্রীর উড়ান স্কিম কলকাতা থেকে কোচবিহারের বিমান পরিষেবা শুরু হবে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করব উপস্থিত থাকবেন তিনি।
উল্লেখ্য রবিবার কেন্দ্রীয় সরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই ঘটনায় তোলপার হয়ে ওঠে রাজ্য রাজনীতি। যার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপির সমস্ত নেতারা। মুলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূলের এই কর্মসূচি। তাই নাম না করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই এক হাত নেন নিশীথ প্রামাণিক।









































