বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২। সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নিবেদিতা সেতুতে। সেতু থেকে নামার রাস্তা দিয়ে দ্রুত গতিতে উঠছিল একটি বাইক। দুই আরোহীই কোনও হেলমেট পরে ছিলেন না।
সেই রাস্তা দিয়েই একটি চার চাকা গাড়ি নামছিল। দ্রুত গতিতে আসা বাইকের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় দু’দিকে ছিটকে পড়েন দুই বাইক আরোহী। গুরুতর আহত হন তাঁরা। তড়িঘড়ি করে ছুটে আসে বালি থানার পুলিশ ও বালি ট্রাফিক গার্ডের কর্মীরা। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় তাঁরা ভর্তি হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। উল্টোদিক থেকে বাইকটি আসাতেই দুর্ঘটনাটি ঘটে।