বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব’, পুলিশের ‘ভুল’ মেনেও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

কালিয়াগঞ্জ নিয়ে পুলিশি ভূমিকায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে প্রশাসনিক বৈঠকে বুধবার কড়া বার্তা দেন। তিনি কালিয়াগঞ্জের বিষয় নিয়ে প্রশাসনের অন্দরে মুখ্যমন্ত্রী বলেছেন, ইন্টেলিজেন্স কেন ঠিকমতো কাজ করছে না? সব সীমা অতিক্রম করে বিশৃঙ্খলা চলছে।পুলিশের গায়ে কেউ যদি কেউ হাত তোলে তা হলে মানুষের নিরাপত্তা কোথায়?

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি ছবিটা দেখলাম পুলিশকে মারছে। যাঁরা এই ধরনের কাজ করেছে, তাঁদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা হবে। গুলি না চালিয়ে, লাঠি না চালিয়েও পরিস্থিতি শান্ত করা যায়। আমি সরকারের কাজ করব সরকারের কাগজ সাপ্লাই করবো বিভিন্ন জায়গায় এটা কী কাজ? আমি জানি কোথায় কি হচ্ছে।’

বহিরাগত গুণ্ডাদের প্রসঙ্গও এদিন তোলেন মমতা, বলেন, ”বিহার থেকে লোক নিয়ে এসে কালিয়াগঞ্জে গণ্ডগোল করা হচ্ছে। যদি কেউ মারা যায় এভাবেই ডেড বডি বস্তায় নিয়ে যাবে? পুলিশকে পাথর ছুড়ে মারছে, এত সাহস ওরা কোথা থেকে পাচ্ছে? আমি কিন্তু সহ্য করব না? পুলিশকে মোবালিটি বাড়াতে হবে। শিলিগুড়ি, মালদা ,কলকাতা, কৃষ্ণনগর চারটি জোন হবে পুলিশের। যা ইচ্ছে তাই হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, ডিজিকে কড়া বার্তা দিয়ে বলেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here