সাময়িক বাতিলের পর ফের পূর্ব নির্ধারিত শিলিগুড়ি জংশন রুটে চলবে 7 জোড়া ট্রেন

উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর। সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় নির্ধারিত সময়ে চালু হতে চলেছে ট্রেন পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে সাত জোড়া ট্রেন পুনরায় চালু হওয়ার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের পাশাপাশি শিলিগুড়ি জংশন স্টেশনকেও বিশ্বমানের রেলস্টেশনে পরিণত করার কাজ শুরু করেছে রেলমন্ত্রক।

ধাপে ধাপে এগোচ্ছে সেই কাজ। ইতিমধ্যেই গুয়াহাটি পর্যন্ত ইলেকট্রিফিকেশনের কাজ শেষের পথে। আর সেই কাজের জন্যই সাময়িকভাবে কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল ও অন্য রুটে ঘুরিয়ে চালাতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। মূলত, শিলিগুড়ি জংশন রেল স্টেশনের ইয়ার্ড রিমডেলিং করার জন্য প্রি নন-ইন্টারলকিং কাজ চলছিল। সেই কারণেই কিছু ট্রেন বাতিল ও ভিন্ন রুটে চালানো হচ্ছিল। তাতে কিছুটা হলেও বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।

এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “লাইনের বিদ্যুত ও ইয়ার্ডের কাজের জন্য কিছু ট্রেন সাময়িক বাতিল করা হয়েছিল
কিছু ট্রেন শিলিগুড়ি জংশনের পরিবর্তে এনজেপি হয়ে কাটিহার দিয়ে ঘুরিয়ে পরিচালনা করা হচ্ছিল । তবে কাজ শেষ হতেই পুনরায় সেইসব ট্রেন পরিষেবা পুরনো রুটেই চালু করা হল ।”

রেল সূত্রে জানা গিয়েছে, 07520 শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট ডেমু স্পেশাল বৃহস্পতিবার থেকে চলবে । 07519 মালদা কোর্ট-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল, 07525 এবং 07526 শিলিগুড়ি জংশন-নিউ বঙ্গাইগাঁও-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল, 07513 এবং 07514 শিলিগুড়ি জংশন-বামনহাট-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল, 07521 শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি 28 এপ্রিল থেকে শিলিগুড়ি জংশন থেকে চলবে ।

পাশাপাশি 07522 হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল 29 এপ্রিল থেকে পুরনো রুটে চলবে । অন্যদিকে, 07507 এবং 07508 শিলিগুড়ি জংশন-রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল ও 07543 এবং 07544 শিলিগুড়ি জংশন-কাটিহার-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল 28 এপ্রিল থেকে শিলিগুড়ি জংশন থেকেই চলবে ।

এছাড়া, 13246 রাজেন্দ্রনগর-নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেস 28 এপ্রিল থেকে শিলিগুড়ি জংশন হয়ে চলবে । এছাড়া 15719 কাটিহার-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস 29 এপ্রিল থেকে শিলিগুড়ি জংশন থেকে পূর্ব নির্ধারিত সময়ে চলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here