রাজগঞ্জঃ সিকিমে কাজ করতে গিয়ে একসাথে গ্রামের চার যুবক নিখোঁজ,চার যুবকের সন্ধানে পুলিশের দ্বারস্থ পরিবারের সকলে,রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেলটার বাড়ি ও আকারীগছ গ্রামের চার যুবক কাজের তাগিদে সিকিমে পা দিয়েছিল মাস খানেক আগে।
জানা গিয়েছে,মঙ্গলবার সকালে কথা হলেও মঙ্গলবার রাতে সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে বিপর্যয় নেমে আসে,তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাদের, কোনরকম খোঁজ না পাওয়ায় ঘুম উড়েছে পরিবারের লোকেদের,তিন দিন অপেক্ষা করার পর অবশেষে চার যুবকের সন্ধানে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা, সেল্টার বাড়ি এলাকার খোকন রায়, আকারীগছ গ্রামের তিন যুবক বলেন রায়,প্রসেনজিৎ রায় ও অজিত রায় চার যুবকের পরিবারের পক্ষ থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ এর অভিযোগ করা হয়,
অভিযোগ করার পর পরিবারের লোকেরা জানায় সিকিমের লাচেং যায় কাজের জন্য,মঙ্গলবার ফোনে কথা হলেও সিকিমের বিপর্যয় হওয়ার পর থেকে আর কোন যোগাযোগ করা সম্ভব হয়নি, কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে কিছুই জানিনা পরিবার। প্রশাসনের কাছে অনুরোধ তাদের এই চার যুবককে সন্ধান করে বাড়ি ফেরার ব্যবস্থা করুক প্রশাসন, অন্য দিকে পরিবারের লোকেরা জানায় এখানে কাজ না পেয়ে সিকিমে কাজ করতে গিয়েছিল।