দেশী পিস্তল সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো পুলিশ!

শিলিগুড়িঃ হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তার পরেই সমগ্র বাংলা মাতবে শারদীয়া উৎসবের মেজাজে। ইতিমধ্যেই দুর্গা পুজো ঘিরে শহর ও শহর সংলগ্ন এলাকায় সাজোসাজো রব। তবে সেই শারদীয়া

মূলত,উৎসবের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারে চিন্তার ভাজ প্রশাসনিক মহলে। রাত্রে জটিয়াকালী থেকে মেহেবুব খান নামে এমনই এক যুবককে দেশী পিস্তল ও একটি কার্তুজ সহ গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত জটিয়াকালি নিপানিয়ার বাসিন্দা বললে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও খবর, গোপন সূত্রের খবর পায় যে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে জটিয়াকালি এলাকায় ঘোরাফেরা করছে। সেই খবরের সুত্র ধরে অভিয়ান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। অস্ত্র সহ গ্রেফতার করে ওই দুস্কৃতিকে।

জানা গিয়েছে,ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে পুলিশের কাছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পারে ধৃত যুবক দেশী পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে এসেছিল। এদিন ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here