শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি জোড়ালো হয়ে উঠল শিলিগুড়িতে। এবার এই দাবিতে সরব হলেন গোর্খ জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং। এই দাবি জোড়ালো করতে একাধিক স্থানীয় রাজনৈতিক দলকে সংঘবদ্ধ করা হয়। নাম দেওয়া হয় ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট। সোমবার শিলিগুড়ির দাগাপুরের একটি হল ঘরে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেটের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো । এদিনের এই সম্মেলনের মাধ্যমে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি আবার জোরালো হয়ে উঠতে শুরু করল।
জানা গিয়েছে,মূলত কামতপুর প্রোগ্রেসিভ পার্টি, কামতাপুর পিপলস পার্টি,গোর্খা জনমুক্তি মোর্চা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন,বির বিরসা মুন্ডা ইল উগলান,ST SC OBC মুভমেন্ট মঞ্চ,ভূমিপুত্র কো-অর্ডিনেশন পার্টির প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। পৃথক রাজ্যের দাবী নিয়ে এই সমস্ত সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তবে তারা এককভাবে এতদিম আন্দোলন করছিল। এবার আন্দোলন আরো জোরালো করার উদ্দেশ্যেই এই ইউনাইটেড ফ্রন্ট তৈরি করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে এবার এই সমস্ত সংগঠনগুলি একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শিলিগুড়ি ও কলকাতাতে আন্দোলন করবে। বিমল গুরুং বলেন, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি নিয়ে আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে এই সম্মেলন। এদিন প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। আগামীতে গনতান্ত্রীক পদ্ধতিতে রণকৌশল তৈরী করা হবে। তাদের দাবি জানিয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া হবে বলে জানান বিমল গুরুং।