রাজগঞ্জ:নগর কীর্তনের মাধ্যমে অভিনবভাবে যাত্রা শুরু হল বেলাকোবা থেকে বহরমপুরগামী সরকারী বাস পরিসেবা। এবার থেকে রাজগঞ্জের বেলাকোবা থেকে সরকারি বাসে করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে মুর্শিদাবাদের বহরমপুর।
এরপাশাপাশি যাওয়া যাবে ইসলামপুর, রায়গঞ্জ এমনকি মালদাতেও। বাসিন্দারা এই বাসটির জন্য দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে অপেক্ষায় ছিলেন। আগে বাসটি চললেও কোভিডের সময় থেকে বাসটি বন্ধ হয়ে যায়। এই বাসটি পুনরায় চালু করার জন্য অনেকদিনের দাবি ছিল বাসিন্দাদের। সেই দাবি অনুযায়ী অবশেষে এগিয়ে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তারা এবার বাসটি পুনরায় চালু করে দিল। বাসটি পুনরায় চালু হওয়ায় বেজায় খুশি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার নগর সংকূর্তনের মধ্য দিয়ে অভিনবভাবে বাসটির যাত্রা শুরু হল।
মুলত কার্তিক মাস থেকে প্রতিদিন গ্রামের মধ্যে ভোরের নগর কীর্তন হয় থাকে, সেই নগর কীর্তনে অংশগ্রহণকারীরা এসে অংশ নেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এছড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ এলাকার জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৫ টা বেজে ১৫ মিনিটে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে ওই বাসটি ছেড়ে যাবে। বাসটি চলবে বেলাকোবা থেকে বহরমপুর ভায়া শিলিগুড়ি, ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ ও মালদা হয়ে। দীর্ঘ প্রায় ৫ বছরের মতো এই সরকারি বাস পরিষেবা বন্ধ ছিল। আজ থেকে আবারও শুরু হল বাসটি। এতদিন এসব জায়গায় যেতে হলে আগে সকলকে শিলিগুড়ি যেতে হত সেখান থেকে বাসে করে যেতে হত তাদের। তাতে সময় লাগতো অনেকটা বেশি।
বেলকোবা থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় অনেকটাই কম সময় লাগবে বলে জানান স্থানীয়রা। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বোলাকোবা থেকে বহরমপুর সরকারী বাসটি করোনার সময় বন্ধ হয়ে যায়। আজ থেকে পুনরায় বন্ধ হয়ে যাওয়া বাস পরিসেবা চালু করা হল। বাসটি পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের অনেক সুবিধা হবে।