কোচবিহার: তোরসা নদীর ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করলেন কোচবিহার পৌরসভা।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি দীপাবলি উৎসব তারপরেই শুরু হবে ছট পুজো। সেই কারণেই এই দিন মঙ্গলবার কোচবিহার পৌরসভার উদ্যোগে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই দিন মঙ্গলবার বাঁশের সাঁকো তৈরীর কাজ শুরু করলেন। প্রতিবছর ছট পুজোর আগে এই তোষার ফাঁসির ঘাটে তৈরি করা হয়ে থাকে।
কারণ এই সাঁকো দিয়ে বহু মানুষ পুজো করতে যান এপার থেকে ওপারে এছাড়াও বহু মানুষ এই ছট পুজো দেখতে সাঁকো পেরিয়ে যাতায়াত করেন।
চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান ছট পুজোর সময় কোচবিহারের মানুষেরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে সেই কারণেই তৈরি করা হয় প্রতিবছর এই বাঁশের সাঁকো।