ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে আগের তুলনায় ডেঙ্গুর প্রকোপ কমলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মৃত যুবকের নাম বাপ্পা রায় (২৭)। মৃত যুবক শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এদিন মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে যান ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মী পাল। তিনি জানান,দেরিতে চিকিৎসা করার ফলে যুবকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে,বেশ কিছুদিন ধরেই জ্বর সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন যুবক। রক্ত পরীক্ষায় শরীরে ডেঙ্গুর উপসর্গ ধরা পড়ে। গত সোমবার যুবককে খালপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে যুবকের মৃত্যু হয়। পরিবার সুত্রে জানা গিয়েছে তার প্লেটরেট অনেক কমে গিয়েছিল। রক্তের পাশাপাশি অক্সিজেনও দেওয়া হচ্ছিল। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয় নি।

কাউন্সিল লক্ষ্মী পাল বলেন, যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। দেরিতে চিকিৎসা হয়। প্লেটরেট অনেক কমে যাচ্ছিল। পরের দিকে পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। যুবকের লিভারেও সমস্যা ছিল। তিনি দাবি করেন,এই ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত আর নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিয়ে দেখা হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here