নাগরিকরা যাতে ঠিকঠাক সরকারি পরিষেবা পায় সেই উদ্দেশ্য নিয়ে আজ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে দেখেন অফিসে কেউ নেই। কিন্তু কয়েকজন নাগরিক ইতিমধ্যে পরিষেবা নিতে চলে এসেছেন। কার্যালয়ে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম।
এদিকে প্রায় সাড়ে ১০ টা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী অনুপস্থিত। সকাল ১০ টায় অফিসে আসার কথা থাকলেও তা যে মানা হচ্ছে না সেটা তার বুঝতে অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গে তিনি উপস্থিতির খাতা দেখে বাকি প্রত্যেককে শোকজ করেন। বিডিও প্রশান্ত বর্মন বলেন, নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে। সেখানে পরিষেবা নিতে এসে নাগরিকরা হয়রানি হবেন তা ঠিক নয়। আমাদের উচিত নাগরিকরা দপ্তরে এসে অপেক্ষায় থাকবেন না, যারা দপ্তরের দায়িত্বে রয়েছেন তারাই অপেক্ষায় থাকবেন কখন নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লকে যতগুলি দপ্তর রয়েছে সেখানে সরকারের যে পরিষেবা গুলি রয়েছে তা যেন সাধারণ মানুষ সঠিক সময়ে পায়। কারণ নাগরিকরা পরিষেবা নিতে এসে অপেক্ষায় থাকবে না, আমরাই তাদের অপেক্ষায় থাকবো, এই বার্তাটা যেন সকলের কাছে পৌঁছে যায় সেই উদ্দেশ্যেই সারপ্রাইজড ভিজিট করলাম।