কালিম্পং: কালিম্পংয়ের দুরপিন ফরেস্ট এলাকায় মঙ্গলবার এক বাংলাদেশি নাগরিককে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে ও অসংলগ্ন কথাবার্তার জেরে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম এমডি আবুল সাতার মিলন (বয়স ৩৮), যার বাড়ি বাংলাদেশের বেলকাটা জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিলন অবৈধভাবে ভারতে প্রবেশ করে কালিম্পং এলাকায় বসবাস করছিলেন। তিনি ঠিক কতদিন ধরে সেখানে অবস্থান করছেন, সে বিষয়ে সঠিকভাবে কিছু জানাতে পারেননি। ইতিমধ্যেই তার ডাক্তারি পরীক্ষা করিয়ে আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার পর গোটা দেশে জারি হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সীমান্তবর্তী ও সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগ সক্রিয় নজরদারি চালাচ্ছে, যাতে অন্য দেশের নাগরিকরা অবৈধভাবে প্রবেশ করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে।
এই ঘটনায় কালিম্পং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসন আরও সতর্কতা অবলম্বন করেছে এবং সাধারণ মানুষকে অচেনা-অজানা ব্যক্তিকে দেখলে দ্রুত পুলিশকে খবর দিতে আহ্বান জানিয়েছে।









































