আমবাড়ি, জলপাইগুড়ি: আমবাড়ি – বেলাকোবা রাজ্য সড়কের পাশে একটি বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগছ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার এলাকার এক মহিলা সাঁক কুরোতে গিয়ে পাশের ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে কৌতূহলী হন। পরে তিনি একটি লাঠি দিয়ে সেখানে পড়ে থাকা বস্তাটি খুলতেই চমকে উঠেন—বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে একটি পচাগলা মৃতদেহ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃতদেহটি একজন পুরুষের, কারণ দেহের সঙ্গে একটি প্যান্ট, জুতো ও বেল্ট পাওয়া গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাথে বহু মানুষ ভিড় করে ঘটনাস্থলে।
খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি বহুদিন আগের হওয়ায় তা পচে গেছে। এটি খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে দীর্ঘদিন ধরে বস্তাটি ওই অবস্থায় পড়ে থাকলেও কারো নজরে আসেনি, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।