শিলিগুড়ি: রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মাটিগাড়া নকশালবাড়ি প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ শানান তিনি।
তৃণমূলে যোগ দিয়েই শঙ্কর মালাকার বলেন, “এই প্রদেশ কংগ্রেস সম্পূর্ণ অযোগ্য। বাংলায় কোনও রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের নেই।” পাশাপাশি তিনি স্পষ্ট জানান, কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা একপ্রকার অসম্ভব। “এখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে প্রকৃত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম,” বলে মন্তব্য করেন তিনি।
উত্তরবঙ্গকে কেন্দ্র করে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও মুখ খোলেন শঙ্করবাবু। তাঁর অভিযোগ, “২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের ক্ষতি করার পরিকল্পনা করছে বিজেপি। একদিকে কামতাপুরী রাজ্য, অন্যদিকে গোর্খাল্যান্ড— এমন নানা প্রলোভন দেখিয়ে সরল-সোজা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে শঙ্কর মালাকার বলেন, “আমি ১০ বছর ধরে বিরোধী দলে বিধায়ক ছিলাম, কিন্তু মানুষকে পরিষেবা দিতে পারিনি। আমার অভিজ্ঞতা বলে, শাসকদলে না থাকলে সাধারণ মানুষের জন্য কাজ করা সম্ভব নয়।” তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যাত্রায় শামিল হতে চেয়েছেন বলেও জানান।
শঙ্করবাবুর মতে, তাঁর এই সিদ্ধান্ত উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। রাজনৈতিক মহলে এই দলবদলকে ঘিরে নতুন সমীকরণের আভাসও দেখা দিচ্ছে।