১৬টি নামী টিমের অংশগ্রহণে শিলিগুড়িতে জমকালো নকআউট ক্রিকেট টুর্নামেন্ট “শিলিগুড়ি বয়েজ ক্রিকেট লিগ”

শিলিগুড়ি: শহরের ক্রীড়াপ্রেমীদের জন্য এক স্মরণীয় আয়োজন হয়ে উঠলো ১৬ দলের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট “শিলিগুড়ি বয়েজ ক্রিকেট লিগ”। শিলিগুড়ির “আমরা সবাই সূর্যসেন স্পোর্টিং ক্লাব ময়দান”-এ দিনভর খেলা শুরু হয় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। অর্ঘ্য সেনগুপ্তের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজক সংস্থা ছিল Siliguri Boys Sports Organisation।

টুর্নামেন্টে অংশ নেয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি দল। তাদের ক্রীড়ানৈপুণ্য ভরা চমকপ্রদ পারফরম্যান্স ভক্তদের মন জয় করে নেয়।

খেলার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র Jain, শংকর মালাকার সহ বিশিষ্ট অতিথিরা, তাঁদের উপস্থিতিতে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ হয়।

এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি ক্রমশই শিলিগুড়ির ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে উঠেছে, যা আগামী দিনে আরও বড় ক্রীড়ামঞ্চ তৈরি করবে বলে উদ্যোক্তাদের মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here