শিক্ষার্থীদের রাখি ও পতাকা উপহার! শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ব্রাইট একাডেমির সাক্ষাৎ!

শিলিগুড়ি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সৌজন্য সাক্ষাত শিক্ষা ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। শুক্রবার শিলিগুড়ির ব্রাইট একাডেমি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক ও স্কুল পরিচালকের নেতৃত্বে সাক্ষাৎ করে শিক্ষা ও উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে।

এই উপলক্ষে ছোট ছোট ছাত্রীদের হাতে রাখা বাঁধে তারা মন্ত্রীর হাতে, পাশাপাশি উপহার হিসেবে তুলে দিলো জাতীয় পতাকা। রাখি ও পতাকা উপহার দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ সাথে ঐক্যের এক চমৎকার বার্তা তুলে ধরে।

সুকান্ত মজুমদার এই হৃদয়গ্রাহী মুহূর্তে অভিভূত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূল আলোচনায় অংশ নেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য আশীর্বাদ জানান।

এই সৌজন্য সাক্ষাৎ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং ছাত্রছাত্রীদের কাছে এটি ছিল বিশেষ মুহূর্ত, যা তারা আজীবন স্মরণে রাখবে। স্কুল কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও মন্ত্রীর সঙ্গে এ ধরনের শিক্ষামূলক ও প্রেরণাদায়ক অনুষ্ঠানের প্রত্যাশা রাখছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here