‘ভাঙা’ পায়েই রাজ্য চষছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দু’দফায় তাঁর নজরে রয়েছে জঙ্গলমহলের হারানো জমি খুঁজে পাওয়া। তাই লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপির ‘সাফল্য’কে রিগিংয়ের সঙ্গেও তুলনা করে ফেললেন তিনি।
জানা গিয়েছে, বুধবার গোপীবল্লভপুরের জনসভা থেকে মমতা বলেন,’বিজেপি বাংলার বিষয়ে কিছুই জানে না। কী জানবে ওরা, কোনওদিন বাংলায় ছিল নাকি? লোকসভা ভোটে জিতে কিছু করেছে আপনাদের জন্য? ২ বছর আগে যে জিতল, জেতার পর কিছু করেছে।’বলাবাহুল্য মমতার প্রশ্নে জমায়েত থেকে উত্তর এসেছে,’না’। নবান্ন দখলে দুই মেদিনীপুরের মতো ঝাড়গ্রামকেও পাখির চোখ করেছে বিজেপি। স্বাভাবিক কারণেই বুধবার গোপীবল্লভপুর থেকে বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়িয়েছেন মমতা। তাঁর অভিযোগ,’মিথ্যে কথা বলে ভোট নিয়েছে বিজেপি। কাউকে বলেছে ৫০০ টাকা নাও আর মিছিলে যাও। আবার কাউকে বলেছে, ৫০০০ টাকা নাও, বিজেপিকে ভোট দাও। মনে রাখবেন এটা বিজেপি-র টাকা না। সাধারণ মানুষের টাকা। ওরা টাকা দিয়ে ভোট কেনে।’ কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, ‘মক পোলে নজর দিন। ভোট না দিয়ে কেউ চলে যাবেন না। রেলে করে গুন্ডা এনে, আপনার ভোট দখল করবে। এখন থেকে তৈরি হন।’ বিধানসভাতেও বিজেপি সেই কৌশলই নেবে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। এমনকী ভোটের আগে থেকেই জঙ্গলমহলকে অশান্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর কথায়,’বিজেপি এক হাজার নেতা নিয়ে এসেছে বাইরে থেকে। আর হাজার হাজার বহিরাগত গুন্ডা। ওরা চায় ঝাড়গ্রাম দখল করতে। ওরা চায় পুরুলিয়া সহ গোটা জঙ্গলমহলকেই দখল করতে।’ পায়ের প্রবল যন্ত্রণার মধ্যেও কেন তিনি ভোট প্রচারে, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ডাক্তাররা আমাকে বেরোতে বারণ করেছেন। কিন্তু আমি না থাকলে বিজেপি সব দখল করে নেবে। আমি তা হতে দেব না।’
ঝাড়গ্রামের আদিবাসী ভোট আবার নিজের দিকে ফেরাতে এদিনের সভা থেকে পাশের রাজ্য ঝাড়খণ্ডের বিজেপি-রাজত্বের কথা তুলে ধরেন তিনি। বলেন,’আগে জানেন ঝাড়খণ্ডে বিজেপি ছিল। আদিবাসীদের জমি কেড়ে নিত। খেতে দিত না। বিজেপির আমলে বেকারের সংখ্যা বেড়ে গেল। বাংলায় তা হতে দেব না।’ এরপরই নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাকে একসময় সিপিএম মেরেছে, এখন বিজেপি মারছে। পা’টাই বাকি ছিল, আজকে সেটাতেও মারল। কিন্তু মনে রাখবেন, আমার একটা পা নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মা-বোনেদের পা নিয়ে আমি জিতব।’










































