ভদোদরা: উত্তরবঙ্গের শিলিগুড়ি আবারও খেলাধুলার মানচিত্রে গৌরবের আলো ছড়াল। সম্প্রতি গুজরাটের ভদোদরায় আয়োজিত জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৩ পুরুষ বিভাগে ব্রোঞ্জ পদক জিতে শিলিগুড়ির জেম মহালানবিষ প্রমাণ করল তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের জয়গান। জানা গিয়েছে জেম শিলিগুড়ির টেবিল টেনিসের আঁতুরঘর শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে প্রশিক্ষণ নেয়।
চলতি মাসের ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত টানা এক সপ্তাহ এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চলে। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা কচি প্রতিভাদের অংশগ্রহণে টুর্নামেন্টটি জমজমাট হয়ে ওঠে। প্রাথমিক রাউন্ড থেকেই জেম ধারাবাহিক জয়ের ধারা বজায় রেখে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায়। তবে সেমিফাইনালে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অল্পের জন্য হার মানতে হয় তাকে। যদিও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি, তবুও ব্রোঞ্জ পদক জিতে উত্তরবঙ্গ তথা শিলিগুড়িকে গর্বিত করেছে এই ক্ষুদে খেলোয়াড়।
জেমের এই কৃতিত্বে শিলিগুড়ির ক্রীড়ামহলে ইতিমধ্যেই উৎসাহ ও আনন্দের ঢেউ বইছে। ক্রীড়াপ্রেমীরা বলছেন, ছোটবেলা থেকেই জেম টেবিল টেনিসে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে আসছে। তার পরিশ্রম, একাগ্রতা এবং খেলাধুলার প্রতি আবেগ তাকে আগামী দিনে আরও উঁচু মঞ্চে পৌঁছে দেবে। প্রশিক্ষক ও পরিবারও সন্তানের এই সাফল্যে গর্বিত।
শহরের ক্রীড়া মহলের অভিমত, জাতীয় স্তরে এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার দোরগোড়ায় পৌঁছে দিতে পারে জেমকে। প্রয়োজন শুধু সঠিক প্রশিক্ষণ, সুযোগ এবং মানসিক দৃঢ়তা। উত্তরবঙ্গ থেকে বহু টেবিল টেনিস খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের ছাপ রেখেছেন, জেম তাদের উত্তরসূরি হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।
জাতীয় র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে পদক জয়ের মধ্য দিয়ে শিলিগুড়ির এই কিশোর নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য হয়ে উঠেছে প্রেরণা। জেম মহালানবিষ এখন বড় স্বপ্ন দেখছে—দেশের হয়ে আন্তর্জাতিক আসরে খেলবে এবং শিলিগুড়ির নাম আরও উজ্জ্বল করবে।