ভারত – নেপাল সীমান্তে আন্তঃদেশীয় মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেলো সীমান্ত সুরক্ষা বাহিনী ও বিহার পুলিশ। এসএসবি সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি ৪১তম ব্যাটালিয়নের রানিডাঙ্গা সদর দপ্তর বিশেষ অভিযান দল ও বিহারের গলগলিয়া থানার পুলিশের যৌথ অভিযান চালায়।
অভিযানটি চলে বিহারের কিষণগঞ্জ জেলার গলগলিয়া থানার অন্তর্গত লাকড়ি-ডিপো গ্রামে ভারত নেপাল সীমান্তের কাছে। এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নেপালি ও ভারতীয় টাকা সহ একাধিক মোবাইল ফোন, ট্যাবলেট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই ভারতীয় নাগরিককে পাকাও করে এসএসবি ও পুলিশ।
অভিযানে উদ্ধার হয় ১.১৯২ কেজি ব্রাউন সুগার। সাথে নেপালি ৪,৫১১৭৫ এনপিআর, ভারতীয় ৮৩,১৯৯ টাকা সহ ৯টি মোবাইল ফোন, রুপোর মুদ্রা – ২টি, পকেট ওজন মাপার যন্ত্র – ২টি, নিট্রাজেপাম ট্যাবলেট – ১৬৮টি
ঘটনাই গ্রেপ্তার হয় মোঃ সোহরাব (১৯), মোঃ মুস্তাক (৫০) দুজনেই বিহারের গলগলিয়া বাসিন্দা।
এসএসবি সূত্রে আরও খবর, অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও ধৃত দুই অভিযুক্তকে গলগলিয়া থানার হাতে তুলে দেওয়া হয়।











































