প্রথম দিনেই লোকাল ট্রেনে দেখা গেল করোনাকে পাত্তা না দেওয়ার সাহসিকতা

লোকাল ট্রেন চালু হতেই ধরা পরল বিভীষিকার চিত্র প্রায় সাত মাস লকডাউনের পর গতকাল থেকেই শহর কোলকাতাতে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে চালু হয়েছে লোকাল ট্রেন। রেলের তরফে করোনা সতর্কতাবিধি মানার ব্যবস্থাপনা করা হলেও সাধারণ মানুষের মধ্যে সেই উদ্যোগের দেখা মিলছে না। যা অত্যন্ত চিন্তা এবং উদ্বেগের বিষয়।

লোকাল ট্রেন চালুর খবর পাওয়ার পর এদিন সকাল থেকেই স্টেশন চত্বরে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। করোনাকে একপ্রকার তোয়াক্কা না করেই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতে করতে সকল যাত্রীকে দেখা গেল ট্রেনে উঠতে!করোনাকালীন পরিস্থিতিতে যা অত্যন্তই ভয়ঙ্কর দৃশ্য।একেতেই করোনার গ্রাফ মাঝেমধ্যেই ঊর্ধ্বমুখী হয়ে পড়ছে মৃত্যুর হারও খুব একটা কম নয়।এরপর লোকাল ট্রেন চালু হওয়াতে মানুষের করোনা সতর্কতাবিধি লাটে উঠানোর মানসিকতা স্বাস্থ্য দপ্তরের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

এদিন স্টেশন চত্বরে পুলিশের তরফে মাইকিং করা হলেও মানুষ তা যেন কানেই নেয় নি। হকারদের ট্রেনে উঠতে নিষেধাজ্ঞা জারি থাকলেও কোথাও কোথাও ধরা মিলেছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ট্রেনে ওঠার প্রচেষ্টা। তবে মানুষ যদি বিগত সাত মাসের ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভুলে গিয়ে করোনাকে রীতিমত পাত্তা না দিয়ে এভাবে সমস্ত বিধি-নিষেধকে অবজ্ঞা করতে থাকে,তাহলে করোনা পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে এসে দাঁড়াবে তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞদের একাংশই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here