বিগত চার বছরের রেকর্ড ভেঙে দিল এবারের সোনার দামের পতন!

লকডাউন পর্বে অনেকেই আশা করেছিলেন হলুদ ধাতুর মূল্য বেশ খানিকটা কমবে। তবে সেই আশায় জল ঢেলে গত আগস্ট মাস পর্যন্ত সোনার দাম ছিল চড়া। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে ছিল রুপোর দাম। গত আগস্ট মাসের সোনার দাম রেকর্ড বৃদ্ধি পায়। কিন্তু তারপরেই অবশ্য চিত্র পাল্টায়। সোনার দাম ধীরে ধীরে কমতে শুরু করে। তবে নভেম্বর মাসের শেষের দিনেই সোনার দামের পতন বিগত চার বছরের রেকর্ড ভেঙে দিলো।

চলতি বছরটা যেন সব দিক থেকেই অন্যরকম। এই এক বছরের মধ্যেই সোনার দামের রেকর্ড বৃদ্ধি এবং রেকর্ড পতন একসঙ্গেই দেখে নিল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বাজার। নভেম্বরের শেষ দিনে বিশ্ববাজারে স্পট গোল্ড প্রভূত পতনের সম্মুখীন হয়েছে। এদিন সোনার দাম প্রায় ১.২ শতাংশ হারে কমেছে। ফলে বিশ্ব বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম এদিন ১৭৬৬.২৬ মার্কিন ডলারে নেমেছে।

উল্লেখ্য, নভেম্বর মাস জুড়ে সোনার দামে রেকর্ড ৬ শতাংশ পতন ঘটেছে। বিগত চার বছরের ইতিহাসে যা রীতিমতো নজির স্বরূপ। এর আগে কোনো এক মাসে সোনার দামে এভাবে পতন ঘটে নি। গত শুক্রবার সোনার দাম ০.৮৫ শতাংশ কমে ছিল। ফলে প্রতি দশ গ্রাম সোনা এদিন ৪৮.১০৬ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সোনার দামের পাশাপাশি রুপোর দরেও বেশ পতন লক্ষ্য করা গিয়েছে।

প্রতি আউন্স রুপোর দর এদিন ৩.২ শতাংশ হারে কমেছে। যার ফলে প্রতি আউন্স রুপো এদিন ২১.৯৬ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। বিশ্ব বাজারের দরের প্রভাব কলকাতার উপরেও পড়েছে। কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দর উঠেছে ৪৮,৮৩০ টাকা। ২৪ ক্যারেটের দাম ৫১,০৩০ টাকা। কলকাতায় পাশাপাশি চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম উঠেছে ৪৫,২৪০ টাকা, মুম্বাইয়ে ৪৭,২৪০ টাকা এবং দিল্লিতে ৪৮,৮৩০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here