করোনা আবহের প্রকোপ এবার উত্তরবঙ্গ উৎসবে।এবার জৌলুশ হারাচ্ছে উত্তরবঙ্গ উৎসব। আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতে এবছরের উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে। আজ উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি নিয়ে রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যাতে বৈঠক করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
প্রসঙ্গত, শীতের মরশুমে প্রতিবছরই উত্তরবঙ্গ জুড়ে জেলায় জেলায় অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ উৎসব কিন্তু এবছর করোনা আবহে কারণে প্রতিটি উৎসবের মরশুমেই যেন ভাটা পড়েছে সতর্কতাঃ বিধি অবলম্বন করতে গিয়ে প্রতিবছরের উত্তরবঙ্গের প্রিয় উৎসব উত্তরবঙ্গ উৎসব এ বছর এক প্রকার জাঁকজমকহীনভাবেই সম্পন্ন হবে বলেই সুত্রের খবর। এদিন উত্তরবঙ্গ উৎসব নিয়ে বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবিষয়ে বলেন, এবছর শিলিগুড়ি উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং এবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসবেন না বলেই জানান তিনি। এছাড়াও এবারের উত্তরবঙ্গ উৎসবে প্রতি জেলার জেলা সদর ও আদিবাসী অধ্যুষিত এলাকায় উত্তরবঙ্গ উৎসব হবে ও এবছর করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গ উৎসবে বসে আঁকো প্রতিযোগীতা হবে না বলেই জানা গিয়েছে।তিনি আরও বলেন, এবছর করোনা আবহের কারণেই বহিরাগত শিল্পীদেরকে না এনে স্থানীয় শিল্পীদের দ্বারাই অনুষ্ঠান সম্পন্ন করা হবে এরপাশাপাশি আটটি জেলার নয় জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গ রত্ন সম্মান দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন এস জে ডি এর চেয়ারম্যান বিজয় বর্মণ, সাংসদ শান্তা ছেত্রী এবং উত্তরবঙ্গের আটটি জেলার জেলা শাসক , পুলিশ সুপার এবং জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকেরা।