করোনার সেকেন্ড ওয়েভ রুখতে পারে মাইক্রো কন্টেইনমেন্ট জোন। করোনা ভ্যাকসিন নষ্ট হতে দেবেন না । রাজ্য গুলিতে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মূলত, প্রধানমন্ত্রীর কাছে ৪৫ বছরের উর্ধ্বে থাকা ব্যক্তিদের করোনা টিকাকরণের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্যগুলি। করোনার সেকেন্ড ওয়েভ রুখতে রাজ্যগুলিকে সচেতনা প্রচারে জোর দিতে বলেছেন। ভ্যাকসিন নেওয়ার পরেও নির্দিষ্ট সময় পর্যন্ত সচেতন থাকতে হবে। সেকথা মাথায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।দেশের করোনা পরিস্থিতি ফের উদ্বেগ জনক জায়গায় চলে যাচ্ছে। দৈনিক সংক্রমণ ফের ৩০ হাজার ছুঁই ছুঁই দশা। পরিস্থিতি পর্যালোচনায় তাই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বৈঠকে সব রাজ্যগুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। করোনা টিকা যাতে কোনও ভাবেই নষ্ট না হয় সেদিকে নজর দিতে বলেছেন। একই সঙ্গে করোনা সংক্রমণ রুখতে মাইক্রো কন্টেইনমেন্ট জোনে করোনা সংক্রমণ রুখতে নতুন প্রস্তাব দিয়েছে রাজ্যগুলি। ৪৫ বছরের উর্ধ্বে ব্যক্তিদের করোনা টিকাকরণের অনুমতি দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছে রাজ্যগুলি।
যদিও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে সভা থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
এবার ভারতের দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ।করোনা টিকাকরণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রাজ্যগুলিকে। করোনা টিকাকরণ যত দ্রুত তাঁরা শেষ করতে পারবেন তত করোনা সংক্রমণ রোখা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এই নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আরও বেশি করে সচেতনতা প্রচারে জোর দিতে বলেছেন তিনি ।