ফের বাড়ছে করোনা,তিনদিন বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট।

করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে তিনদিন বন্ধ হতে চলেছে কলকাতা হাইকোর্ট।

আদালত সূত্রে জানা গিয়েছে,সারা দেশ তথা রাজ্যে যেভাবে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত, তাতে আবারও বেড়ে চলছে করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে হাইকোর্টের আইনজীবীদের বৃহত্তর সংগঠন বার অ্যাসোসিয়েশনের তরফে আগামী ৩০-৩১ মার্চ ও ১ এপ্রিল আদালত বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছিল। কারণ ২৯ মার্চ এবং ২ এপ্রিল এমনিতেই দোল ও গুড ফ্রাইডে উপলক্ষে আদালত বন্ধ থাকে। সেক্ষেত্রে এই তিন দিন বন্ধ রাখলে গোটা সপ্তাহ বন্ধ থাকবে হাইকোর্ট।

এই সময়ে আদালতকে জীবাণুমুক্ত করার জন্য আবেদন জানানো হয় বার অ্যাসোসিয়েশনের তরফে। সেই আবেদন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট প্রশাসন। তবে হাইকোর্ট প্রশাসনের তরফে পাল্টা বার অ্যাসোসিয়েশনের কাছে আগামী ১৭ এপ্রিল, ১৫ মে ও ১৯ জুন তিনটে শনিবার ছুটির দিন কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here