লকডাউন বিধীকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখালে শিলিগুড়ি টিকিয়াপাড়া বাজারের ক্রেতা-বিক্রেতারা। আজ সাতসকালে আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়লো ঠিক এমনই চিত্র।
দোকান খোলা এবং বন্ধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার তবে নিদিষ্ট সময়ে দোকান খুললেও বন্ধ হচ্ছে না সরকার নির্ধারিত সময়ে। তার উপর সাময়িক দূরত্ব রয়েছে একদম পাশাপাশি, কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না মাস্ক ব্যবহারও। প্রতিটি ক্রেতা বিক্রিতা মাস্ক কাছে রাখলেও অন্য চিত্র লক্ষ করা যায় শিলিগুড়ি টিকিয়াপাড়া বাজারের, বহু লোকের মাস্ক রয়েছে নাকের নিচে। কার্যত বলা যেতেই পারে রাজ্য সরকার যেখানে সংক্রমণ রোধে লকডাউনে চালাচ্ছে, সেখানে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে শহরের কিছু মানুষ।












































