করোনাকালে নতুন করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া। বর্ষীয়াণ এই কংগ্রেস নেতার বয়স হয়েছিল ৮৯ বছর।
জানা গিয়েছে, বর্ষীয়াণ এই কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, ‘করোনার কারণে পাহাড়িয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ওনার মৃত্যুতে আমি গভীর শোকাহত। আমার রাজনৈতিক কেরিয়ারে ওনার অবদান রয়েছে।’ মুখ্যমন্ত্রী গেহলট জানিয়েছেন, ওনার মৃত্যু ব্যক্তিগত ভাবে ক্ষতি করল। রাজস্থান সরকার একদিনের শোকদিবস পালন করার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাজস্থানে রাষ্ট্রীয় শোকপালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী গেহলট। যার ফলে রাজ্য সরকারি ভবনে ও অফিসের বাইরে জাতীয় পতাকা অর্ধনম করা থাকবে।মূলত, আজ দুপুর ১২ টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্যের জন্য সমবেদনা জানানো হবে। এরই সঙ্গে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়াকে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণের জেরে গোটা দেশেই বিভিন্ন রাজনেতার মৃত্যুর খবর সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মৃত্যুসংবাদে দুঃখপ্রকাশ করেছেন দলের অন্যান্য নেতারা। রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়াণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হাত শিবিরের অন্যান্য নেতৃত্ব।