২৭ তম জেলা কমিটির বার্ষিক সভায় আগামী লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির

জলপাইগুড়ি:- আগামী লোকসভা নির্বাচনে আইএসএফ বা মিম বড় ফ্যাক্টার হয়ে দাঁড়াবে না। কারণ উত্তরবঙ্গের মুসলিমেরা ধর্ম নিরপেক্ষ। শুধু তাই নয় ,রাজ্যের সরকার অনগ্রসর মুসলিম সমাজের জন্য অনেক কাজই করেছে। সুতরাং আগামী লোকসভায় এখানকার মুসলিম সমাজ রাজ্য সরকারের পক্ষেই থাকবে।

জলপাইগুড়ির মনিষী পঞ্চানন স্মারক সমিতি ভবনে করা উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির ২৭ তম জেলা কমিটির বার্ষিক সভার পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানান হলো। এদিনের বার্ষিক সাধারণ সভা থেকে বেশ কিছু দাবি দাওয়া উঠে এসেছে। ওই সমস্ত দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরা হবে সংগঠনের পক্ষ থেকে। তবে সংগঠনের বিশ্বাস এর আগেও রাজ্য সরকার অনগ্রসর মুসলিম সমাজের জন্য কাজ করেছে। এবারও নিরাশ করবে না।

এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের সদস্য তথা সৈয়দ নজরুল হক বলেন,iএটা একটা অরাজনৈতিক সংগঠন। সদস্যরা রাজ্য সরকারের ওপর আস্থা রাখে। রাজ্যের সরকার অনগ্রসর শ্রেনী কল্যান বোর্ড গঠন করা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এদিকে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আইএসএফ এর প্রভাব প্রসঙ্গে সংগঠনের সভাপতি আবুল হোসেন বলেন, ওই সংগঠনের কোন প্রভাবে এই এলাকায় নেই। তাছাড়া ওই সংগঠনের যে মেনুফেস্ট তা তাদের সংগঠন সমর্থন করেনা। এদের সমর্থন দেওয়া মানে সরকারের ক্ষতি হয়ে যাওয়া। যে কারণে তারা সরকারের সাথে আছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here