বাড়ছে করোনা, আবার কি এগিয়ে আসছে কোয়ারেন্টাইনের দিন?‌ কিশোর-সহ আক্রান্ত দুইজন, রাজ্যে বাড়ছে উদ্বেগ

রাজ্যে ফের কোভিড আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এক কিশোর ও এক যুবতী মহিলার শরীরে মিলল করোনা সংক্রমণ। জানা গিয়েছে, দু’জনেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরীক্ষার পর তাঁদের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে। মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও সতর্কতা। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ নিতে শুরু হয়েছে কনট্যাক্ট ট্রেসিং।

অন্যদিকে, গোটা দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে ২৫৭টি অ্যাক্টিভ কেস রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়, তবে নজরদারি ও সচেতনতা জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here