কলকাতা: সোশ্যাল মিডিয়ায় উর্দি পরে রিলস বানানোর প্রবণতা বাড়ছে কলকাতা পুলিশকর্মীদের মধ্যে। বিষয়টি এবার নজরে এনেছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা। চলতি মাসের লালবাজারে অনুষ্ঠিত মাসিক ক্রাইম মিটিংয়ে এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি স্পষ্ট জানান, কর্তব্যরত অবস্থায় উর্দি পরে এই ধরনের রিলস বানানো ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা একেবারেই অনুচিত, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
মনোজ কুমার ভার্মা কড়া ভাষায় সতর্ক করে বলেন, “কর্তব্যে গাফিলতি কিংবা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে এমন কর্মকাণ্ড করলে, দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হতে হবে।”
ইতিমধ্যেই কলকাতার প্রতিটি থানাকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। পুলিশ বাহিনীর সম্মান ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পুলিশ কর্তারা।