শিলিগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার শিলিগুড়ির বিধান মার্কেটে আজ অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ী সমিতির নির্বাচন। পাহাড় ও সমতলের বহু ক্রেতা-বিক্রেতার উপর নির্ভরশীল এই বাজারে প্রতি তিন বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এই নির্বাচন প্রক্রিয়া।
এদিন সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১টি আসনের জন্য। মোট ভোটার সংখ্যা ১৭১১। নির্বাচন ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তা নিশ্চিত করতে গোটা এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, পাশাপাশি পুরো এলাকা ঢেকে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায়।
শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য শিলিগুড়ির অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলিও এগিয়ে এসেছে সহায়তায়। নির্বাচন প্রক্রিয়া ঘিরে বাজার জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।
ব্যবসায়ীদের মতে, “এই নির্বাচন শুধুই নেতৃত্ব বেছে নেওয়া নয়, বাজারের ভবিষ্যৎ পরিকল্পনা, সমস্যার সমাধান ও ব্যবসার উন্নতির রূপরেখাও নির্ধারণ করে দেয়।”
উল্লেখ্য, বিধান মার্কেট শুধু শিলিগুড়ির নয়, গোটা উত্তরবঙ্গের বাণিজ্যিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এই নির্বাচন ব্যবসায়ী মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।