শিলিগুড়ি ও উত্তরবঙ্গে প্রচণ্ড গরমে হাঁসফাঁস শহরবাসী, বৃষ্টির অপেক্ষায় চাতক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে মানুষ

শিলিগুড়ি: উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির অনুপস্থিতি ও ক্রমাগত বেড়ে চলা তাপমাত্রায় হাঁসফাঁস করছে জনজীবন। গত কয়েকদিন ধরেই শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সকাল গড়াতেই সূর্যের প্রচণ্ড তাপে জেরবার হচ্ছে সাধারণ মানুষ।

দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাঁকা পড়ে থাকছে। গরমের কারণে মানুষ দিনের বেলা বাইরে বেরোতে চাইছে না। হাটবাজার, দোকানপাট বা গণপরিবহন—সব জায়গাতেই আগের তুলনায় ভিড় অনেকটাই কম।

একাধিক জায়গায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামাচ্ছু অনুভূত হচ্ছে। ফলে গরমের কষ্ট আরও বেড়েছে।

শহরবাসীর একটাই প্রার্থনা এখন—এক পশলা বৃষ্টি। অনেকেই বলছেন, “এই গরমে প্রাণ ওষ্ঠাগত, একটু বৃষ্টি হলে যেন প্রাণটা ফিরে পাই!” আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো ইঙ্গিত আপাতত নেই।

এই অবস্থায় গরম থেকে কিছুটা মুক্তি পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বেশি করে জল পান করতে, প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার করে বাইরে বেরোতে সাথে ঠান্ডা বা হালকা খাবার খাওয়ার।

শহর জুড়ে এখন একটাই আকাঙ্ক্ষা—একটুখানি বৃষ্টি, যা এই অসহনীয় গরম থেকে শহরকে কিছুটা স্বস্তি দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here