শিলিগুড়ির হাসমিচক থেকে আটক বিজেপির তিন বিধায়ক শঙ্কর ঘোষ,আনন্দময় বর্মন এবং শিখা চ্যাটার্জি। আজ সকাল থেকেই শিলিগুড়ি শহরের প্রানকেন্দ্র হাসমিচকে অবস্থানে বসেন তারা। তাদের অভিযোগ শিলিগুড়ি শহরে যেভাবে একের পর এক মৃত্যু ঘটছে তা নিয়ে কারুর কোন হেলদোল নেই প্রশাসনের। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলো যেভাবে সাধারণ মানুষের থেকে চিকিৎসার নামে টাকা নিচ্ছে তা নিয়ে সকলেই নিশ্চুপ। কেউ কিছুই বলছে না এমনই অভিযোগ শঙ্কর ঘোষের। সকাল নটা থেকে এই অবস্থান শুরু করেন তারা। পুলিশ তাদের বার বার অবস্থান তুলে নিতে বললেও তারা অবস্থান চালিয়ে যেতে থাকেন। লকডাউন উপেক্ষা করে এভাবে জমায়েত করার অভিযোগেই তাদের আটক করে শিলিগুড়ির মেট্রোপলিটনের শিলিগুড়ি থানার পুলিশ।












































