অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরম জেলায় রবিবার সন্ধেবেলা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশাখাপত্তনম থেকে রায়গড়ার দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই ট্রেন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়েছে। আহত যাত্রীদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,তাতে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ১০ জন। হতাহত ও বাড়তে পারে বলে আশঙ্কা।
রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেন এবং এক্সপ্রেসটি একই অভিমুখে ছুটছিল। সেই সময় ধাক্কা লাগে। তাতে বেশ কিছু কামরা লাইন থেকে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দা, প্রশাসনিক কর্মীরা উদ্ধারকার্য চালাচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়েছে। অন্য একটি ট্রেন এসে পৌঁছেছে সেখানে, যাতে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া যায়।
রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারলোড কেবলে ব্রেক পেয়ে লাইনের উপর দাঁড়িয়ে যায়। সেই সময় পলাশ এক্সপ্রেস এসে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ধাক্কা মারে। তাতে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইচ্যুত হয়ে যায়। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে।
এদিকে এএনআই সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
অন্ধ্রপ্রদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী বিশাখাপত্তনম এবং আনাকাপল্লির কাছাকাছি জেলাগুলি থেকে যতটা সম্ভব অ্যাম্বুলেন্স পাঠাতে এবং কাছাকাছি হাসপাতালে চিকিত্সা দেওয়ার জন্য সমস্ত ধরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশও তিনি দিয়েছেন।’












































