আজ গুলমা চা বাগানে জনসংযোগ যাত্রা করলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার প্রার্থী আনন্দময়ী বর্মন।
মূলত,প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের নিজ এলাকায় শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন জোরকদমে। বিধান সভায় নির্বাচনের মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভার বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন এদিন সেইরকম একটি প্রচারকার্য সারলেন গুলমা চা বাগানে।
জানা গিয়েছে, এদিন সকালে তিনি বিজেপি কর্মীদের নিয়ে গুলমা চা বাগানের উদ্দেশ্যে জনসংযোগ যাত্রা করেন এবং ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের বিভিন্ন অসুবিধার কথা শোনেন এর পাশাপাশি জয়লাভের পর তা সমাধানের আশ্বাস দেন তিনি।









































